উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ চায় বঞ্চিতরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকারের প্রতিপাদে এবং প্যানেলে নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশীরা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৪ জুন বুধবার সকালে তারা ওই কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশী মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জান্নাতুন নাহার, উজ্জল আহমেদ ও সোহানুর রহমান শাহীন প্রমুখ। মানবন্ধনে বক্তারা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তা পদে সর্বশেষ গত বছরের ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নিয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি ছুটির দিনে এক হাজার ৬৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রতিটি জেলা কোটাসহ সরকারি অন্যান্য কোটাবিধি না মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে করে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের চরম বৈষম্য অনিয়মের শিকার হতে হয়েছে। তাই এই ফলাফল বাতিল করে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মেনে পুনরায় ফলাফল ঘোষণা করে প্যানেল পদ্ধতিতে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ সম্পন্ন করার জোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। জেলার সাতটি উপজেলা থেকে শতাধিক চাকরিপ্রত্যাশী এই কর্মসূচিতে অংশ নেন। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ চায় বঞ্চিতরা। Related posts:আইজিপি ব্যাজ পেলেন শ্রীবরদীর ওসি রুহুল আমিন ও নকলার এসআই মোস্তাফিজমেয়ের দ্বিতীয় বিয়ে মানতে পারেননি বাবা, তাই সৌরভকে হত্যা: ব্রিফিং এ ময়মনসিংহের এসপিবকশীগঞ্জে পীর নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে হামলা পাল্টা হামলা ॥ আহত ২ Post Views: ৩৫৬ SHARES সারা বাংলা বিষয়: