করোনাকালে গণপরিবহনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপার আজীম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুন ২, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে গণপরিবহন বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস সার্ভিস চালুর প্রথম দিনে বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি ১ জুন সোমবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনার বাংলা বাসস্ট্যান্ড ও অভ্যন্তরিণ বাস সার্ভিসের কাউন্টার ও বাসের ভেতরের অবস্থা পরিদর্শন করেন। ওইসময় তিনি যাত্রী সাধারণের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সবাইকে সর্তক করেন। সেইসাথে সরকার নির্ধারিত বাস ভাড়ার চাইতে বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে না নিতে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ঢাকাগামী সোনার বাংলা বাস সার্ভিসের ৪০ সিটের গাড়িতে ২০ জন যাত্রী নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা মোতাবেক ৬০ ভাগ বর্ধিত হারে জনপ্রতি ৪৮০ টাকা ভাড়া নেয়া হচ্ছে। সেইসাথে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে চালক-হেলপারদের সাথে সমন্বয় করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। Related posts:শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিকে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাঝিনাইগাতীতে ম্যালেরিয়া প্রতিরোধ ও নির্মূলে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিতবিজিবি'র রিক্রুট ব্যাচের শ্রেষ্ঠ ফায়ারার বিথী ও অ্যাথলেটে শিরোপাজয়ী নাইম শেরপুরে সংবর্ধিত Post Views: ২১১ SHARES শেরপুর বিষয়: