করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শেরপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে জুম ভিডিও কনফারেন্সিং অ্যাপের মাধ্যমে শেরপুর জেলার করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ করোনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মূলত করোনা ভাইরাসের সংক্রমণ এর উপর ভিত্তি করে জেলার ম্যাপিং এবং জোনিং (রেড, ইয়োলো, গ্রীন) বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়া করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। Related posts:নালিতাবাড়ীতে ভোগাই নদীর বালু মহাল ইজারা নিয়ে সংবাদ সন্মেলনশেরপুরে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যুঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৩৭০ SHARES শেরপুর বিষয়: