জন্মদিনে শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন সাবেক ছাত্রনেতা বি এম এ রফিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ নিজের জন্মদিনে SPBK শিক্ষালয় আশুলিয়া ঢাকার কমোলমতি শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন সাবেক এ ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বনানী থানার বর্তমান শিক্ষা সম্পাদক ও ঠিকাদারী প্রতিষ্ঠান আইকন ট্রের্ডাসের চেয়ারম্যান বি এম এ রফিক। বি এম এ রফিক করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে দেশের এ ক্রান্তিকালে সাধারণ মানুষের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দেশের মানুষের প্রতি দায়িত্বে সচেতন হয়ে মানবতার সেবার মতো মহান কাজে আত্মনিয়োগ করেছেন। তিনি মানবতার কল্যাণে সর্বদা কাজ করে চলছেন। তিনি সপ্তাহে তিনদিন করোনার রোগীর দিকনির্দশনায় একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন। সপ্তাহের বাকী দিনগুলো বিভিন্ন সংগঠেনর সাথে মিলে ত্রানের কাজে অংশ গ্রহন করে গরীব দুখি মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন তিনি। সর্বদা অসহয় শিশুদের প্রতি তার লক্ষ অটুট তাই তার বীরোচিত, ঝুঁকিপূর্ণ ত্যাগের কার্যক্রম লক্ষ্য করে তার এই জন্মদিনে SPBK এর চেয়ারম্যান জনাব সৈয়দ মিজানুর রহমান পুরস্কার হিসেবে A FIGHT AGAINST COVID-19 Supervisor হিসেবে নিয়োগ দিলেন। এ ব্যাপারে বিএমএ রফিক জানান, আমার জন্মদিনে স্বাস্থ্য বিধি মেনে অসহয় কমোলমতি শিশুদের মাঝে খাবার বিতরন করেছি। তিনি বলেন, ভালো কাজ করলে জাতী সারাজীবন শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করবে। স্বাস্থ সু-রক্ষা নিশ্চত করে সরকারী নিয়ম মেনে প্রতিবেশির সুখ দু:খ ভাগা ভাগি করে নেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। Related posts:জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কা, ৩ নম্বর সংকেত বহালরাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরুদেশে আরেক দফা বন্যার শঙ্কা Post Views: ৫৩৫ SHARES জাতীয় বিষয়: