জামালপুরের মেলান্দহে পানিতে ডুবে নষ্ট হচ্ছে কৃষকের সোনার ফসল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে কয়েকশ হেক্টর জমির বোরো ধান নষ্ট হচ্ছে। শেষ মুহূর্তে সোনার ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। ৪ জুন বৃহস্পতিবার দুপুরে জানা যায় মেলান্দহ উপজেলার মাস্টার বিল, বালুরচর মালিবাড়ি বিল, সাজুর বিল, হাকিমের বিল, বারেকের বিল, বাউলেরপাড়ার ডোবা এবং টুপকারচরের পশ্চিম পাড়ের ডোবা এলাকাসহ প্রায় ১০টি গ্রামের নিম্নাঞ্চলের বোরো ধান পানিতে ডুবে নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মপুত্র নদের ৪ নম্বর চর, নবা খাল এবং দশআনি নদীর সংযোগ মুখে বসতবাড়ি, কয়েকটি পুকুর তৈরি করায় পানি প্রবাহের পথ বন্ধ হয়ে গেছে। এ কারণে বৃষ্টির পানি আটকে মেলান্দহ উপজেলার কয়েকশ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা বলেন, ‘আমরা কিছু ধান কাটতে পেরেছি। বাকি ধান ক্ষেতে পানিতে ডুবে নষ্ট হচ্ছে।’ পুকুরে মাছ চাষকারীরা বলেন, ‘পানি প্রবাহের জন্য সরকার উদ্যোগ নিলে আমার মাছের প্রজেক্ট ভেঙে ফেলব।’ এ ব্যাপারে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন জানান, কৃষকের সমস্যার সমাধানে দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আর মেলান্দহ কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, সরকারি প্রণোদনা ছাড়াও আনুষঙ্গিক সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে। Related posts:জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যুদিনে-দুপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যানিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার Post Views: ৩৩১ SHARES সারা বাংলা বিষয়: