জামালপুরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ জুন জামালপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। ২৩ জুন সকাল ৭টার দিকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের মাগফেরাত কামনা ও দেশে মহামারী করোনা ভাইরাসে নিহত এবং আক্রান্ত সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এদিকে জেলা যুবলীগের উদ্যোগে ব্রহ্মপুত্র বাইপাস সড়কের পাশে ফলজ, বনজ ও ওষুধি ৩০০টি গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নেত্রকোনায় পিকনিক বাস উল্টে নিহত ১, আহত ৩০সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুজামালপুরে ৫ হাজার কেজি সরকারি চালসহ আটক ১ Post Views: ৩৮৯ SHARES সারা বাংলা বিষয়: