জামালপুরে চিকিৎসকসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ জামালপুর প্রতিনিধি : জামালপুরের গত ২৪ ঘণ্টায় ২৬১টি নমুনা পরীক্ষায় ১৬ জন ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এক চিকিৎসক ও সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক, র্যাব সদস্য, নার্সসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। শনিবার (২৭ জুন) সকালে জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সরিষাবাড়ী, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় একজন করে, মাদারগঞ্জে দুজন এবং জামালপুর সদর উপজেলায় রয়েছেন ১১ জন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৫৪২ জন। এর মধ্যে সরিষাবাড়ীতে ৪৫ জন, মেলান্দহে ৭৬ জন, মাদারগঞ্জে ৪০ জন, বকশীগঞ্জে ৪৮ জন, দেওয়ানগঞ্জে ৩৪ জন, ইসলামপুর ১০১ জন এবং জামালপুর সদরে ১৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২২৬ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় দেওয়ানগঞ্জে ১ জন, মেলান্দহে ২ জন, সরিষাবাড়ীতে ১ জন ও মাদারগঞ্জে ১ জন মারা গেছেন এবং ইসলামপুরে ২ জন, মেলান্দহ ১ জনের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে স্কুলছাত্র অমি হত্যার প্রতিবাদে মানব বন্ধন ॥ জড়িতদের ফাঁসির দাবীতে ফুসে উঠেছে এলাকাবাসীশাহজাদপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিতনিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ : ময়মনসিংহে সিইসি Post Views: ৩২০ SHARES সারা বাংলা বিষয়: