জামালপুরে যমুনার পানি বেড়ে তিনগুণ ॥ বন্যা পরিস্থিতির অবনতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২৭ জুন শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে যমুনার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এক দিনের ব্যবধানে পানি বেড়ে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৮ জুন রবিবার সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুর বিষয়টি নিশ্চিত করেছেন। পানির তীব্র স্রোতে দেওয়ানগঞ্জের মন্ডল বাজার এলাকায় ২৫ মিটার সড়ক ভেঙে পড়ায় দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। পানিবন্দি মানুষজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছেন। এদিকে দ্রুতগতিতে পানি বৃদ্ধির কারণে নদীপাড়ের নিম্নাঞ্চলের ফসলি জমিতে, বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে এবং প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে পানি ঢুকে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেলান্দহের মাহমুদপুর টু ইসলামপুরের উলিয়া সড়ক যোগাযোগ। জেলা প্রশাসন বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ সকালে জানান, “যমুনায় দ্রুত গতিতে পানি বাড়ছে। সেই সঙ্গে ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীরও পানি বাড়ছে। বন্যা মোকাবিলায় পাউবোর কর্মীরা প্রস্তত রয়েছে”। Related posts:ঈদযাত্রায় যানজট ঠেকাতে উত্তরের মহাসড়ক নজরদারিতে ড্রোন: ডিআইজি আনিসুর রহমানবকশীগঞ্জে রেললাইনের দাবিতে মানববন্ধনইসলামপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু Post Views: ৪৭৫ SHARES সারা বাংলা বিষয়: