ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৯ম শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সালধা গ্রামের স্কুল পড়ুয়া ৯ম শ্রেণীর ছাত্রী সোনিয়া (১৪) ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল। ওই শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলা কালে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন সোমবার সন্ধ্যা ৭টায় মেয়েটির বাড়িতে উপস্থিত হয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ সোনিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করেন। ওইসময় কনের পরিবারের সদস্যদের বাল্য বিবাহর কুফল সম্পর্কে আলোচনা করে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। বাল্য বিবাহ দেওয়া আইনগত নিষেধ থাকা সত্ত্বেও মেয়ের বাবা বিবাহের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের অভিভাবককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন, ঝিনাইগাতী থানার এসআই সাইদুল ইসলাম। Related posts:শেরপুরের শ্রীবরদীতে শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধে মানববন্ধনচিরনিদ্রায় শায়িত হলেন শেরপুরের কিংবদন্তি ব্যবসায়ী আলহাজ্ব ইদ্রিস মিয়াঝিনাইগাতীতে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৪৭৩ SHARES ঝিনাইগাতী বিষয়: