ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী, পুলিশ সদস্য, ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এইসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও পরিষদের অর্থায়নে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত ইকুপমেন্ট গুলো হলো, পিপিই, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান। এসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নকলায় বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদানশেরপুরে অগ্নিকাণ্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূতশেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ Post Views: ৪৫১ SHARES ঝিনাইগাতী বিষয়: