ঝিনাইগাতীতে করোনা জয় করে বাড়ি ফিরলেন ৭ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত ৭ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ী ফিরলেন। তারা হলেন, ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সচিব মারুফা (৩৫), স্বাস্থ্য সহকারী গোলাম কিবরিয়া (৩৮), উজ্জল (৩৫), ফরিদা (৩২), শিলা (৪০), মীম (১৬), সেতু (১৪)। ২ সপ্তাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর ২১ জুন রবিবার দুপুরে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন জানান, ওই ৭ রোগী করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়। চিকিৎসা চলাকালীন সময়ে বার বার তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ আসায় ওই ৭ জনকে আজ রবিবার সুস্থ্য হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তারা শারীরিকভাবে সুস্থ রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। Related posts:শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসকনালিতাবাড়ীতে বজ্রপাতে ৬ জন আহতঝিনাইগাতীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ Post Views: ৪৫৪ SHARES ঝিনাইগাতী বিষয়: