ঝিনাইগাতীতে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের দরিকালিনগর গ্রামে দিনেরঘাট পাকা ব্রীজ সংলগ্ন ধলি বিলে পড়ে আব্দুস সামাদ (২৬) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। ১৭ জুন বুধবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস সামাদ পূর্ব থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। আজ সকালে দরিকালিনগর ধলি বিলে মাছ ধরতে গিয়ে মৃগী রোগ দেখা দেয়। এতে পানিতে ডুবে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন বলেন, গ্রামবাসীর বক্তব্যে জানা গেছে আব্দুস সামাদ মৃগী রোগী ছিল। তার পরিবারের লোকজন ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে আবেদন করেছেন। অনুমতি আসলে লাশটি দাফন করা হবে। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।