ঝিনাইগাতীতে বন বিভাগের জায়গা থেকে উচ্ছেদ আতঙ্কে সংবাদ সম্মেলন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ নিজস্ব সংবাদদাতা ॥ শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের বেশ কিছু পরিবারের উদ্যোগে বন বিভাগের জায়গা থেকে উচ্ছেদ আতঙ্কের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। ২০ জুন শনিবার বিকেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পশ্চিম বাকাকুড়া এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করে শাহাদত হোসেন জানান, বাকাকুড়া মৌজায় বন বিভাগের ৭০ একর জমিতে দীর্ঘ ৬০/৬৫ বছর যাবৎ ১২০টি ভূমিহীন পরিবারের লোকজন বসতবাড়ী সহ ফসলাদি করে জীবিকা নির্বাহ করে আসছে। দীঘদিন পর বন বিভাগ উচ্ছেদের মৌখিক সংবাদ পায় ওই বসবাসকারী পরিবাররা। এতে বসবাসকারী ভূমিহীন পরিবাররা নিজেদের বসবাস ঠিক রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান জানান, ওই ৭০ একর জমি বন বিভাগের। বাড়ী ঘর ছাড়াও অনেক জমি পতিত রয়েছে ওই মৌজায়। যেখানে বাড়ী ঘর নেই সেই জায়গাগুলোতে বন বিভাগ বনায়নের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। সেই সাথে ওই এলাকার বসবাসকারীদের মধ্যে বন বাগানের অংশীদার নিয়োগ দেওয়া প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আমরা বাড়ী উচ্ছেদ না করে সরকারী স্বার্থে ও দেশের জলবায়ু ঠিক রাখতে ওই স্থানে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। Related posts:শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিতনালিতাবাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারশেরপুরে জেলা পুলিশের উদ্যোগে শুরু হচ্ছে জয়বাংলা ক্রিকেট টুর্নামেন্ট Post Views: ৪৪৬ SHARES ঝিনাইগাতী বিষয়: