নকলায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেরপুর জেলার নকলা উপজেলায় পৌর শহরের কলাপাড়া মহল্লার আবু রায়হান নামে ৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ জুন শনিবার বিকেলে ওই ঘটনা ঘটে। শিশু আবু রায়হান স্থানীয় ব্যাটারিচালিত ভ্যানচালক সোহেল মিয়ার ছেলে। জানা যায়, শনিবার বিকেলে সোহেল তার ব্যাটারিচালিত ভ্যানটি বৈদ্যুতিক চার্জে দিয়ে পারিবারিক কাজে বাইরে যান। ওইসময় তার স্ত্রী রেহেনা বেগম আবু রায়হানকে ঘরের মেঝেতে বসিয়ে রেখে সাংসারিক কাজ করছিল। শিশু আবু রায়হান হামাগুড়ি দিয়ে ভ্যানগাড়ি চার্জে দেয়া বৈদ্যুতিক লাইনে তার ধরে টান দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। Related posts:বিজয় দিবস উপলক্ষে শেরপুরে সেনাবাহিনীর বর্ণিল ব্যান্ড কুচকাওয়াজ অনুষ্ঠিতঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিতশ্রীবরদীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ Post Views: ৪৫৫ SHARES নকলা বিষয়: