নালিতাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ঘুষিতে কৃষক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের (দেনা দারের) ঘুষিতে আমজাদ আলী (৪৫) নামে এক কৃষক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৭ জুন) রাতে উপজেলার খরখরিয়াকান্দা ভোটঘর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ ছালুয়াতলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আমজাদ আলী গত বছরের বোরো মৌসুমে পার্শ্ববর্তী খরখরিয়াকান্দা গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মামুন রুবেল (৩৫) এর কিছু জমি ট্রাক্টর দিয়ে চাষ করে দেন। ওই সময় থেকে চাষের বাকী টাকা আমজাদকে দেই-দিচ্ছি বলে আসছিল রুবেল। এক পর্যায়ে রবিবার রাত ৮ টার দিকে আমজাদ খরখরিয়াকান্দা ভোটঘর বাজারে গিয়ে রুবেলকে পেয়ে পাওনা টাকা চান। এসময় এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বাধলে রুবেল আমজাদের বুকে সজোরে একাধিক ঘুষি মারে। এতে আমজাত অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, নিহতের ছেলে সায়েদুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। Related posts:যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন শেরপুরের প্রকৌশলী আল-আমিনশ্রীবরদীতে কৃষকলীগের উদ্যোগে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণশেরপুরে হতদরিদ্রদের মাঝে সাবেক এমপি শ্যামলীর ঈদবস্ত্র বিতরণ Post Views: ২৮৭ SHARES নালিতাবাড়ী বিষয়: