নালিতাবাড়ীতে বজ্রপাতে ৬ জন আহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মাঝে সমশ্চূড়া গ্রামে বজ্রপাতে ৬ জন আহত হয়েছেন। ১২ জুন শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঘটনাটি ঘটে। বজ্রপাতে আহতরা হলেন, সমশ্চূড়া গ্রামের নবী হোসেনের পুত্র মোহাম্মদ শাহ আলম (২৫), আব্দুর সোবহানের পুত্র মোঃ জামের আলী, আব্দুর সামাদের পুত্র কাসেম আলী, বুরুজ আলীর পুত্র মিষ্টার আলী, আলী হোসেনের পুত্র কসম আলী (৩০), জমশেদ আলীর পুত্র সাহেরোল ইসলাম। আহতরা বন বিভাগের নিলামকৃত গাছ কাটার শ্রমিক ছিল। আহতদেরকে প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে আনা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জরুরি ভিত্তিতে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। Related posts:শেরপুরে কর্মহীন শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী দিলেন শ্রমিক নেতা আরিফ রেজাশেরপুরে বিএনপি নেতা বাদল হত্যার ঘটনায় গ্রেফতার ৩শেরপুরে তিন অবৈধ ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত Post Views: ৪১১ SHARES নালিতাবাড়ী বিষয়: