নালিতাবাড়ীতে রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর ব্র্যাক অফিসের উদ্যোগে ২৩ জুন মঙ্গলবার সকালে রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচীর উদ্যোগে ১ জন নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া মহল্লার মৃত মনিরা খাতুন ও রুপনারায়ন কুড়া দেবীপুর গ্রামের লিটন মিয়া কে লভ্যাংশসহ দুজনকে মোট ১ লাখ ৮১ হাজার ৫শত টাকার চেক প্রদান করা হয়। ওইসময় উপস্থিত ছিলেন, সহাকারী কমিশনার ভূমি (নালিতাবাড়ী) সঞ্চিতা বিস্বাস, ব্র্যাকের শেরপুরের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কি, এড়িয়া ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, নালিতাবাড়ী এড়িয়া ম্যানেজার (দাবী) মোশারফ হোসেন, ফিন্যান্স ও একাউন্টস ম্যানেজার কবির হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবী) রহুল আমিন ও শাখা হিসাব কর্মকতা নিবারন কোহেলী প্রমুখ। Related posts:শেরপুর হেল্পলাইন’র ৫ম বর্ষে পর্দাপণঝিনাইগাতীতে পৃথক অভিযানে ১১৯ বোতল ভারতীয় মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতারশেরপুরে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ আরও ছয়জন করোনায় আক্রান্ত! Post Views: ৩৫০ SHARES শেরপুর বিষয়: