প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : দেশের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দলের নেতা-কর্মী থেকে শুরু করে দেশের প্রত্যেক মানুষকে বলবো আপনার অন্তত তিনটি করে গাছ লাগান। সোমবার (১৫ জুন) বিকেলে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা চেয়েছিলেন এদেশের কামার, কুমার, জেলে, তাঁতি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবনটাকে উন্নত করা, তাদের একটু সুন্দর জীবন দেওয়া। বাংলাদেশকে দারিদ্রমুক্ত ও ক্ষুধা মুক্ত করা এবং উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। বাঙালি জাতি যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশ একটা বদ্বীপ। এই বদ্বীপে টিকে থাকা এবং উন্নতি করা খুবই কঠিন একটা কাজ। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। বদ্বীপকে বাঁচাতে হলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা প্রয়োজন। তিনি বলেন, ১৯৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছিল; এই ঢাকা শহরের কথাই যদি ধরি কত গাছ ছিল সবগুলো কেটে ফেলেছিল। তেজগাঁও থেকে বাংলা একাডেমি পর্যন্ত পুরো এলাকায় কৃষ্ণচূড়া গাছ ছিল। বিভিন্ন জায়গায় বিশাল বিশাল গাছ ছিল। ঢাকা শহরের প্রতিটি জায়গা গাছে গাছে সবুজ ছিল। যখনই জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলো এই তেজগাঁও এলাকা থেকে বাংলা একাডেমি পর্যন্ত সব গাছ কেটে ফেললো। তার একটা ভীতি ছিল এজন্যই কেটে ফেলেছিল। এভাবে সারা দেশে বৃক্ষ নিধন করেছে, আমরা যেমন রোপণ করি তারা নিধন করে। প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সমগ্র দেশে সবুজ বেষ্টনী করতে পারলে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাবো। আমাদের কৃষক লীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বলবো প্রত্যেকে তিনটি করে গাছ লাগান। শুধু গাছ লাগালেই হবে না গাছের যত্ন নিতে হবে। এবার দেখতে চাই কে কতটি গাছ লাগিয়েছে। দেখতে হবে কার গাছে কি ধরেছে। প্রধানমন্ত্রী ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগানোর নির্দেশ দেন। এবার প্রায় ১ কোটি বৃক্ষরোপণের টার্গেটের কথা বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, পুষ্টির জোগান বাড়াতে হবে। তাছাড়া করোনার কারণে সারাবিশ্বে যে সংকট দেখা দিয়েছে। খাদ্যের অভাব যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান সম্মত উন্নত একটা প্রযুক্তির ব্যবহার নিয়ে এগিয়ে যেতে। Related posts:আলিমে পাসের হার ৯০.৭৫ শতাংশকরোনার টিকা নিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদঅনিয়ম করে সরকারের স্বার্থ নষ্ট করলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী Post Views: ৩৮২ SHARES জাতীয় বিষয়: