বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদের চরের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে মকবুল (৩০) নামের এক যুবক করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। ঢাকা থেকে বাড়িতে এসে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃতে্যু হয়। মকবুল হোসনের বাবা হাবিবুর রহমান জানান, সে ঢাকায় অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তার নিজ বাড়ি নিলাক্ষিয়া গ্রামে আসে। এ অবস্থায় তার জ্বর স্বাসকষ্ট,ডায়রিয়াসহ অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে মৃত ব্যাক্তি ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করেছে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ। বকশীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও করোনায় মৃত ব্যাক্তিদের দাফন কমিটির নেতা মোশারফ হোসেন জানান, সরকারি নিদেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার বাদ জুম্মা মকবুলের লাশ দাফন করা হবে। বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাজিম শাহারিয়ার জানান, রাতে যখন হাসপাতালে আনা হয় তখন মৃত্যুই ছিল। পরে সন্দেহ জনক হওয়ায় মৃত ব্যক্তির নিকট হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম জামশেদ খোন্দকার জানান, স্বাস্থ্য বিধি মেনে মৃতদেহটি জানাযা ও দাফন করার জন্য ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সেই বাড়ীটি লক ডাউন করা হয়েছে ও বাড়ী সবার নিকট হতে নমুনা সংগ্রহ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। Related posts:রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১০জামালপুরে মতিয়র রহমান তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন গোলাম মোর্শেদ তালুকদার Post Views: ২৮৫ SHARES সারা বাংলা বিষয়: