বকশীগঞ্জে পীর নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে হামলা পাল্টা হামলা ॥ আহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০ বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় পীরের বিরুদ্ধে স্ট্যাস্টাসের জেরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ২জন আহত হয়। ১৫ জুন রবিবার রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের বকশীগঞ্জের সর্দারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ইমামবাগ দরবার শরীফের পীর কারী ইদ্রিস আলীর ছোট ভাই ডাঃ জয়নাল আবেদীন জানান, সর্দারপাড়া গ্রামের নাদিম নামে এক ছেলে দীর্ঘদিন ধরে ইমামবাগ দরবার শরীর এবং পীর সাহেবকে নিয়ে বিভ্রান্তমুলক স্ট্যটাস ও লেখালেখি করে যাচ্ছে। রবিবার রাতে তাকে ডেকে এনে এসব না করার জন্য অনুরোধ করা হয়। না শোনলে মারধোর করা হয় বলে পরে তিনি জানতে পারেন। এ অবস্থায় কিছু টাকাসহ চিকিৎসার জন্য বকশীগঞ্জ হাসপাতালেও পাঠানো হয়। নাদিম, সর্দারপাড়া এলাকার নাজনু মিয়ার ছেলে। এ কথা শোনার পর নাদিমের আত্মীয়স্বজন তার ছেলে তরুন লেখক সুলতানুল আরেফিন আদিত্যের উপর হামলা করে। এ সময় তাকে ব্যাপক মারধোর করা হয়। পরে স্থানীয়রা আদিত্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এদিকে নাদিমের আত্মীয়রা জানান, নাদিমকে বাড়িতে ডেকে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। পরে ক্ষুব্দ হয়ে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Related posts:শ্রীবরদী সীমান্ত থেকে ৪০ বোতল মদ উদ্ধারকভিড ১৯ এর বৈশ্বিক সংকটে ‘জামালপুর অনলাইন প্রাইমারী স্কুল’প্রাথমিক শিক্ষাস্তরে নতুন ইনোভেশনজামালপুরে ক্লাস চালু রাখায় সৃষ্টি স্কুলকে ৬৫ হাজার টাকা জরিমানা Post Views: ৩৭৪ SHARES সারা বাংলা বিষয়: