ভালো থাকতে চাইলে ঘরে থাকতে হবে : মাশরাফি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ অনলাইন ডেস্ক : দেশের কিশোর-কিশোরীদের শপথ নেয়ার আহ্ববান জানিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ভালো থাকার জন্য ঘরে থাকতে হবে, একই সঙ্গে খেতে হবে পুষ্টিকর খাবার। একই সঙ্গে সুবিধা বঞ্চিতরাও যাতে পুষ্টিকর খাবার খেতে পারে এজন্য অনলাইনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফর্ম পূরণের অনুরোধ জানান তিনি। মাশরাফি বলেন, বয়স ১০ থেকে ১৯ হলে তোমাদেরকেই বলছি, জানি বাসায় থাকতে এখন বিরক্ত কিন্তু এখন বাসাতেই থাকতে হবে। ভালো থাকার জন্য ঘরে থাকতে হবে, একই সঙ্গে খেতে হবে পুষ্টিকর খাবার এই শপথ নিয়ে এগোতে হবে। তিনি আরও বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ওয়েবসাইটে ঢুকে ফর্ম পূরণ করো। এতে করে তোমার মতো হাজার হাজার অভুক্ত কিশোর খাবার পাবে। তাই তোমাদের শপথের জন্য তারা খাবার পাবে। আমি ও বাংলাদেশ তোমাদের শপথের অপেক্ষায়। Related posts:সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে শুরু পুলিশ সপ্তাহবাংলাদেশ থেকে ১৩০০ মোটরসাইকেল-ট্যাক্সি চালক দেবে আরব আমিরাত১০ দূতাবাসের ৩৮ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক Post Views: ৪০৯ SHARES জাতীয় বিষয়: