মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০ অনলাইন ডেস্ক : বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডির সোবহানবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। দ্বিতীয় জানাজা রাজধানীর বনানী কবরস্থানে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই মায়ের কবরের পাশে দাফন করা হবে আওয়ামী লীগের এ নেতাকে। শনিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই রাজনীতিবিদ। গত পহেলা জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ৫ জুন ভোরে ব্রেইন স্ট্রোক করে কোমায় চলে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে পরপর তিনটি কোভিড টেস্ট নেগেটিভ আসে তার। মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের কাজীপুরে ১৯৪৮ সালের দোসরা এপ্রিল জন্ম। তরুণ বয়সেই পিতার হাত ধরে জড়িয়ে পড়েন রাজনীতিতে। ৫ বার সংসদ সদস্য নির্বাচিত এই নেতা আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন আওয়ামী লীগের নীতি নির্ধারনী ফোরাম সভাপতিমন্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র। Related posts:সড়ক-মহাসড়ক ও পশুর হাটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির নির্দেশনাবাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি, ৩০০ হেক্টর ধান তলিয়ে যাওয়ার শঙ্কাবরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই Post Views: ৩১০ SHARES জাতীয় বিষয়: