ময়মনসিংহে করোনা পরীক্ষা বন্ধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি : ১৮ জুন বৃহস্পতিবার থেকে ময়মনসিংহে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে। বুধবার (১৭ জুন) রাতে সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেয়া হয়। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারিগরি ত্রুটি ও নতুন টেস্ট কিট না আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দুই থেকে একদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হাসপাতালে নতুন করে নমুনা না দেয়ার জন্যও অনুরোধ জানান তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, কারিগরি ত্রুটির কারণে বুধবার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নতুন কোনো নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিনটি মেশিনে প্রতিদিন সর্বোচ্চ আট ধাপে ৭৫২টি নমুনা পরীক্ষা সম্ভব। এ পর্যন্ত এই ল্যাবে মার্চের শুরু থেকে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষা শেষে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২ হাজার ২০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। Related posts:দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চলছেই : আইজিপিসাংবাদিক মিজানুর রহমান খান আর নেইবাংলা একাডেমির নতুন সভাপতি আবুল কাসেম ফজলুল হক Post Views: ৪৩৯ SHARES জাতীয় বিষয়: