শেরপুরে সরকারি নির্দেশ না মেনে দোকান খোলা রাখায় ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতি চলাকালে সরকার লকডাউন কিছুটা শিথিল করেছে এবং সেই সাথে বিকেল ৪টা পর্যন্ত শপিংমল, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে। এতে করে শেরপুর সদর উপজেলায় বিভিন্ন হাটবাজারে কতিপয় ব্যবসায়ী সরকারি নির্দেশনা অমান্য করে রাতে দোকানপাট খোলা রাখায় জেলা প্রশাসন ওইসব ব্যবসায়ীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করছে। ১৪ জুন রবিবার রাতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজার ও তারাকান্দি বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার ৫০০ টাকা এবং এক পথচারীকে মাস্ক ব্যবহার না করায় ৫০০ টাকা জরিমানাসহ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রোববার রাতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজার ও তারাকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ওইময় সরকারি নির্দেশনা অমান্য করে রাতে দোকান খোলা রাখার দায়ে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজার ও তারাকান্দি বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে দণ্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারায় দোষী সাবস্থ্য করে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়াও ভীমগঞ্জ বাজারে এক পথচারী মাস্ক ব্যবহার না করায় তাকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ এবং পথচারী তাদের জরিমানার অর্থ ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক পরিশোধ করেন। এব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে দেশবার্তা বিডি ডট কমকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার সময়সীমা বেধে দেয়া হয়েছে। বার বার ব্যবসায়ীদের সর্তক করার পরেও সরকারি নির্দেশনা মানছে না। সরকারি নির্দেশনা অমান্যকারী এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। Related posts:নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধারশেরপুরে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ২৩৫পতাকা বৈঠকে বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারত Post Views: ৪১০ SHARES শেরপুর বিষয়: