সরিষাবাড়ীতে অটোরিকশা চালকের হত্যাকারী দুই যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশা চালক হাফিজুর রহমানকে (৩৫) শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করিম ও পরিদর্শক (তদন্ত) জোয়াহের আলম খানের নেতৃত্বে সরিষাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। আটককৃতরা হল- সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোহন মিয়া (১৮) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২৩)। এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশা ও নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে আসামীদের আদালতে সোপর্স করেছে পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনেউগী গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে অটোরিকশা চালক হাফিজুর রহমানকে গলায় গামছা পেঁচিয়ে গত শুক্রবার (১৯ জুন) রাতে মোহন মিয়া ও সোহেল রানা শ্বাসরোধে হত্যা করে। পরে তারা অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন শনিবার নিহতের ছোটভাই আনিছুর রহমান বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা (যার নং ৬, তারিখ ২০-০৬-২০২০ইং) দায়ের করেন। এরপর পুলিশ সর্বোত্তম তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুইজন আসামী শনাক্ত করতে সক্ষম হয় এবং বিশ্বস্থ সোর্স নিয়োগের মাধ্যমে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পরে আসামীদের তথ্য অনুযায়ী নিহতের মোবাইল ফোন ও ছিনতাইকৃত অটোরিকশাটি টাঙ্গাইল সদরের বৈল্লা বাজার থেকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে। মুলতঃ অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তারা জানিয়েছে। আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে সোপর্স করা হয়েছে। Related posts:শেরপুরে জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশময়মনসিংহে থানার ভেতরে মিললো এসআইয়ের ঝুলন্ত মরদেহফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন Post Views: ২৬০ SHARES সারা বাংলা বিষয়: