সরিষাবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষককে অর্থদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে করোনাকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামুল নাছির ভূঁইয়া মিন্টুকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৭ জুন বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ উপজেলা পরিষদ চত্বরে তার বাসায় অভিযান চালিয়ে প্রাইভেট পড়ানোকালে তাকে হাতেনাতে আটক করে এ দণ্ডাদেশ দেন। নিয়ামুল নাছির উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সূত্র জানায়, নিয়ামুল নাছির ভূঁইয়া মিন্টু করোনাকালে সরকারের নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তার বাসায় শিক্ষার্থীদের প্রাইভেটের নামে কোচিং বানিজ্য চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ বুধবার দুপুরে ওই শিক্ষকের বাসায় অভিযান চালান। এসময় স্বাস্থ্যবিধি না মেনে প্রাইভেট পড়ানো অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ ভ্রাম্যমান আদালত বসিয়ে শিক্ষক নিয়ামুল নাছির ভূঁইয়া মিন্টুকে আট হাজার টাকা অর্থদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারী প্রজ্ঞাপন না মেনে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষক নিয়ামুল নাছির ভূঁইয়া মিন্টুকে করোনা সংক্রমণ রোধ আইনে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। নীতিমালা লঙ্ঘন করে প্রাইভেট-কোচিং পরিচালনাকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। Related posts:রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ নিহত ৩ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফসাংবাদিকদের সাথে শেরপুরে শিশু ফোরামের মতবিনিময় সভা Post Views: ৪৩০ SHARES সারা বাংলা বিষয়: