সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে অর্থদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ জুন) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার, হাসপাতাল রোড়, শিমলাবাজার ও বাস টার্মিনালে ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ। দণ্ডপ্রাপ্তরা হলো- সোহেল মিয়া (৩৬), রোকন মিয়া (৩২), সোলাইমান হোসেন (৪৩), সামিউল ইসলাম (২৮), ফরহাদ হোসেন (২৮) ও আল-আমিন (৩৫)। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা মুখে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত তাদের এক হাজার ৬০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। Related posts:রাজশাহীতে পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিতগ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ‘শেরপুর ইউনাইটেড হসপিটালে ভুল চিকিৎসায় গর্ভের সন্তান হত্যার অভিযোগ : চিকিৎসক ও নার্স পলাতক Post Views: ৪২২ SHARES আইন-আদালত বিষয়: