সুশান্ত সিং রাজপুতের মৃত্যু; ‘প্রেমিকা’ রিয়ার বিরুদ্ধে মামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ বিনোদন ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিহারের আদালতে গতকাল শনিবার এ মামলা করা হয়েছে। আগামী ২৪ জুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। গত ১৪ জুন মুম্বাইয়ে নিজ বাসা থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার করা হয়। সুশান্তের সঙ্গে রিয়ার প্রেম ছিল বলে জানা গেছে। আত্মহত্যার আগের রাতে রিয়াকে কলও করেছিলেন সুশান্ত। তবে রিয়া সেই কল ধরেননি। সুশান্তের মৃত্যুর সপ্তাহখানেক আগে তার সঙ্গে ঝগড়া হয়েছিল রিয়ার। তার জেরে রিয়া ৬ জুন সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বান্ধবীর বাসায় উঠেন। পাটনার ছেলে সুশান্তের মৃত্যুর ঘটনায় অপর এক মামলায় অভিযুক্ত করা হয়েছে অভিনেতা সালমান খান, চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা আদিত্য চোপড়া, নির্মাতা সঞ্জয় লীলা বানশালী, করন জোহর ও একতা কাপুরকে। সেই মামলার বাদী সুধীর কুমারের অভিযোগ তারা সুশান্তের ক্যারিয়ার থামিয়ে দিতে চেয়েছিলেন। সূত্র: হিন্দুস্থান টাইমস Related posts:রোশানকে নিয়ে প্রশ্ন করতেই...আমার কথা নাকি অহংকারে ভরা?বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মরদেহ উদ্ধার Post Views: ৪১৮ SHARES বিনোদন বিষয়: