ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুন ১, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ কায়েস আহাম্মেদ (৩৮) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। ৩১ মে রবিবার রাতে উপজেলার হাতীবান্দা ইউনিয়নের তেতুলতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। কায়েস শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মৃত লূৎফর রহমানের পুত্র। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৪, সিপিসি-১। জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে রবিবার রাতে ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে এ অভিযান চালানো হয়। এসময় ১৫৪ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ ৫৪০ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি কায়েস আহাম্মেদকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার টাকা বলে জানা যায়। র‌্যাব সূত্রে জানা যায়, কায়েস আহাম্মেদ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকারোক্তী প্রদান করে। সোমবার সকালে মাদক আইনে একটি মামলা দায়েরসহ কায়েসকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হযেছে। আজ সোমবার দুপুরে ওই মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে কায়েসকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন।