ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শেরপুরে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

বিশেষ প্রতিনিধি ॥ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে মানিক মিয়া (২৬) নামে এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে। ৩ জুন বুধবার দুপুরে শহরের চাপাতলী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই সাজা দেওয়া হয়। মানিক স্থানীয় হাসু ড্রাইভারের ছেলে। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান সোহেল, পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মানিক মিয়া দীর্ঘদিন যাবত গাঁজা সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের চাপাতলীতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানকালে মানিক মিয়াকে প্রায় ২৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধৃত করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক তাকে ১ বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেন।