নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে রফিকুল ইসলাম রাজন (৩৫) নামে এক মাদকসেবীর ১ বছর ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ জুন মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে শহরের আমবাগান মহল্লায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওইসময় নিজ ঘরে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ অবস্থায় রফিকুল ইসলাম রাজনকে হাতেনাতে আটক করা হয়। আটকের সময় তার ঘর থেকে মাদকের বেশকিছু ব্যবহৃত ইঞ্জেকশন ও সিরিঞ্জ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।