শেরপুরের নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ বৃহস্পতিবার ১১ জুন দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদ ও ফসল সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিনা উপকেন্দ্রের হলরুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম উদ্ভাবিত বিনা ধান-১১, বিনা ধান-১২, বিনা ধান-১৬, বিনা ধান-১৭ কৃষকদের মাঝে জনপ্রিয় হওয়ায় ওই ধানের বিভিন্ন জাত নিয়ে আলোচনা করা হয়।
বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপÍ কর্মকর্তা ড. মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবীর। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল আলীম প্রমুখ।
ওই প্রশিক্ষণে ৮০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন ।