ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় মদবাহী প্রাইভেটকারসহ আটক ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় মদবাহী প্রাইভেটকারসহ তিনজকে আটক করেছে থানা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ৭০ বোতল ভারতীয় মদ। আটকরা হলো- বিপ্লব পালমা (৩৬), সুহৃত পালমা (২৬) ও রতন বিশ্বাস (৩৮)। তারা সবাই গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। শনিবার (১১ জুলাই) দুপুরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান পরিচালনা উপজেলার উত্তর আকনপাড়া তিন রাস্তার মোড় এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে পুলিশ। এসময় ভেতরে ৭০ বোতল ভারতীয় মদ পাওয়ায় প্রাইভেটকারসহ ওই তিনজনকে আটক করা হয়। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মদ এনে ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে জানান ওসি। Related posts:ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনেরমেয়র জাহাঙ্গীর আ.লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার, হারাতে পারেন মেয়র পদস্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে প্রাণ গেলো প্রবাসী স্বামীর, আটক ২ Post Views: ৪২৫ SHARES সারা বাংলা বিষয়: