ঐশ্বরিয়া করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ অনলাইন ডেস্ক : সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তার মেয়ে আরাধ্য বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এতথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। বচ্চন পরিবারে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে শনিবার। এদিন রাতে ঐশ্বরিয়ার শ্বশুর ভারতীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং তার ছেলে ও ঐশ্বরিয়ার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের করোনার সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ এক টুইট বার্তায় ঐশ্বরিয়া ও তার মেয়ের করোনায় শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ঐশ্বরিয়া ও তার মেয়ে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তবে নমুন পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে তার শাশুড়ি জয়া বচ্চনের। অবশ্য টুইট করার কিছু সময় পরই টুইটটি মুছে ফেলেন রাজেশ তোপ। এ নিয়ে কোনও ব্যাখ্যাও দেননি তিনি। তবে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম ওই তথ্যের সত্যতা নিশ্চিত হতে পেরেছে। Related posts:পাসওয়ার্ডের পর হ্যাকার, শাকিবের নায়িকা কোয়েল মল্লিকবাস-অটোরিকশা সংঘর্ষ, সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২মৃত্যুভয় আর অসহনীয় পরিবেশের কারণে সরে গেছেন সিনেমা থেকে : পপি Post Views: ৩৩৭ SHARES বিনোদন বিষয়: