করোনার জন্য আটকে আছে জয়ার পাঁচ ছবি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। যেনো বিষন্ন এক পৃথিবীতে অস্বাভাবিক এক জীবন যাপন করছেন। যে পৃথিবীতে গৃহবন্দি হয়ে চলে যাচ্ছে জীবন। আটকে আছে বিনোদনের মাধ্যমও। করোনা ভাইরাসের জন্য ঢাকা ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সকল কাজকর্ম আটকে আছে বলেই জানান। আটকে আছে তার পাঁচটি ছবি। যা করোনা জন্যই মুক্তি পাচ্ছেনা। ছবিগুলো হচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’, নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’। ছবিগুলোর মধ্যে প্রথম তিনটি কলকাতার হলেও শেষ দুটি বাংলাদেশের। প্রত্যেকটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গেরিলা ছবির এ অভিনেত্রী। জয়া জানান, পাঁচটি ছবির মধ্যে সবকটিরই কাজ প্রায় শেষ। মুক্তির বিষয়ে এখনই জানা যাচ্ছেনা কিছুই। কারণ পৃথিবীর অবস্থা ভালো নেই। এই অবস্থায় ছবিও মুক্তি পাবেনা। তবে ছবিগুলো প্রসঙ্গে জয়া আহসান বলেছেন, ‘প্রত্যেকটি ছবির গল্প সত্যিকার অর্থেই অন্যরকম, অসাধারণ। আমার ভক্ত দর্শক ছবিতে আমার গল্প নির্বাচন সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। এ ছবিগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রত্যেকটি ছবিতেই আমার চরিত্রে তাদের ভালোলাগা খুঁজে পেতেন। তবে করোনা শেষে নতুন এক পৃথিবীতে ছবিগুলো মুক্তি পাবে বলেই আশ্বাস প্রকাশ করেন দুই বাংলার এ অভিনত্রী। Related posts:শাহরুখকে টার্গেট করে ফাঁসানো হয়েছে : মমতাশাহরুখের নতুন নায়িকা নয়নতারাতৃতীয় বিয়ে করলেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ Post Views: ৪৭০ SHARES বিনোদন বিষয়: