গত কয়েক দিনের অতি বর্ষণে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে গত কয়েক দিনের অতি বর্ষণ ও মহারশি নদীর পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদ্য রোপনকৃত আমন বীজতলাসহ শাক-সবজির ক্ষেত পানিতে আংশিক তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক শত লোক। গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটগুলি কাদাযুক্ত হয়ে চলাচলের অনুপুযোগী হয়ে পড়েছে। এতে গ্রামাঞ্চলের সাথে উপজেলা সদরের যোগাযোগ সামান্য বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা বন্যার পানি মহারশী, সমেশ্বরী, কালঘোষা, কর্ণঝোড়াসহ অন্যান্য নদী দিয়ে বর্ষণের পানি নেমে আসায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এতে উপজেলার প্রায় ১০-১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকাগুলি হচ্ছে, কান্দুলী, ধানশাইল, বাগেরভিটা, আয়নাপুর, বিষ্ণপুর, দুপুরিয়া, বগাডুবি, চতল, রামনগর, বনগাঁও, জিগাতলা, সুরিহারা, রাঙ্গামাটিয়া, বগাডবিসহ পার্শ্ববর্তী এলাকা। এতে কৃষকদের বীজতলার আংশিক ক্ষতি হয়েছে। Related posts:সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধনশেরপুরে নালিতাবাড়ী থানার ওসিসহ আরও ১৩ জন করোনায় আক্রান্তমুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান Post Views: ৩৯৯ SHARES শেরপুর বিষয়: