জামালপুরে আরও ১৩ জন করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে করোনাভাইরাসে নতুন করে আরো ১৩জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগী বেড়ে ৭৩১ জনে দাঁড়িয়েছে। ১৩ জুলাই সোমবার রাতে ওই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। তিনি জানান, সোমবার জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তাদের মধ্যে জামালপুর সদর উপজেলায় ছয়জন, সরিষাবাড়িতে পাঁচজন ও ইসলামপুরে দুইজন। সিভিল সার্জন আরো জানান, জামালপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩১জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪১জন। আক্রান্তদের মধ্যে জামালপুর সদরের চদ্রা, বাগেরহাটা, পাথালিয়া, আমলাপাড়া ও সরিষাবাড়ি উপজেলা ও শেরপুরের একজন। ইসলামপুরে আক্রান্ত দুজন রোকনাই ও কাচারিপাড়ার বাসিন্দা। এছাড়া সরিষাবাড়িতে পাঁচজনের মধ্যে সামর্থবাড়ি, চিতুলিয়াপাড়া দুইজন করে এবং অন্যজন শেরপুরের। আক্রান্তরা সকলেই জামালপুর জেলা সদর, ইসলামপুর ও সরিষাবাড়িতে নমুনা দিয়েছিলো। Related posts:জামালপুরে পরকিয়ায় বিধবা গৃহবধু অন্ত:সত্ত্বা ॥ সালিশ বৈঠকে অস্বীকার করায় বিষপানে আত্মহত্যাজামালপুরে পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিতমৌলভীবাজারের দুই উপজেলা দিয়ে ৭১ জনকে পুশইন করল বিএসএফ Post Views: ৩৯১ SHARES সারা বাংলা বিষয়: