জামালপুরে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে আরো ১৩জন হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৫০জনে পৌছলো। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, ২৪ ঘন্টায় জামালপুরে আরো ১৩জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে জামালপুর সদরে ছয়জন, মাদারগঞ্জে একজন, ইসলামপুরে দুইজন ও বকশীগঞ্জে চারজন।
আক্রান্তদের মধ্যে জামালপুর থানা রোডে ২জন, সদরে মিয়াপাড়া, চন্দ্রা, পুলিশ লাইন ও সদর উপজেলার ভারুয়াখালী একজন করে। মাদারগঞ্জে একজন খামার মাগুরা, ইসলামপুরে দুইজনের মধ্যে উপজেলা সদর ও গোয়ালেরর ও বকশীগঞ্জে নামাপাড়া, আমিন ক্লিনিক, চন্দ্রাবাজ ও বকশীগঞ্জের মধ্যবাজার এলাকার বাসিন্দ।
এ পর্যন্ত মোট শনাক্ত ৮৫০জনের মধ্যে জামালপুর সদরের ৩৪৬জন, মেলান্দহের ৯৩জন, মাদারগঞ্জের ৪৯জন, ইসলামপুরের ১৪৫জন, সরিষাবাড়ীর ১০৬জন, দেওয়ানগঞ্জের ৪১জন ও বকশীগঞ্জের ৭০জন। মোট সুস্থ হয়েছেন ৬২৩জন এবং ১১ জনের মৃত্যু হয়েছে।