জামালপুরে আরও ৭ জন করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে করোনা ভাইরাসে ভাই-বোন ও হরিজন সম্প্রদায়ের এক যুবকসহ ৭জনের নমুনা পরীক্ষায় সংক্রামণ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ। জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় জামালপুর সদরো পাঁচজন এবং ইসলামপুরে দুইজন। আক্রান্ত ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭৩ জন। সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫৭৩ জেেন মধ্যে সদর ২০৭, মেলান্দহ ৭৮, মাদারগঞ্জ ৪০, ইসলামপুর ১০৬, সরিষাবাড়ী ৫৩, দেওয়ানগঞ্জ ৩৬, বকশীগঞ্জ ৫৩জন। এপর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর ৯৬, মেলান্দহ ৩৩, মাদারগঞ্জ ১৪, ইসলামপুর ২৬, সরিষাবাড়ী ৩১, দেওয়ানগঞ্জ ২৫, বকশীগঞ্জ ১৩জন সুস্থ হয়েছেন। মৃত্যু ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১জন এবং মৃতের পর নমুনা পরীক্ষায় ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১জনের রিপোর্ট পজেটিভ আসে। Related posts:আমাদের গণতন্ত্র আমাদেরকেই ঠিক করতে হবে: পররাষ্ট্রমন্ত্রীমানিকগঞ্জে র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি, ডাকাত নিহতখুনিদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা : জামালপুরে কৃষিমন্ত্রী Post Views: ২২৭ SHARES সারা বাংলা বিষয়: