জামালপুরে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০ জামালপুর ॥ জামালপুরের মাদারগঞ্জে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কমল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩জুলাই) সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়াবেতাগা গ্রামের এঘটনা ঘটে। সে ওই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির কাছে জমির ফসলে কমর পানিতে পাট কাটতে যান কৃষক কমল মিয়া। এসময় বন্যার পানির স্রোতে ডুবে যায় সে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে পাট খেতের কিনারায় তার মরদেহ ভেসে উঠে। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম তার অফিসিয়াল ইউএনও মাদারগঞ্জ ফেসবুক পেইজে পানিতে ডুবে কৃষক কমল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত এ বন্যায় মাদারগঞ্জে ০২ জনের মৃত্যু হলো বন্যার পানিতে। সবাই সতর্ক হই ।” Related posts:ময়মনসিংহের ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি : পানিবন্দি প্রায় ১০ লাখ মানুষরাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার Post Views: ২৯৫ SHARES সারা বাংলা বিষয়: