জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে সাদিয়া আক্তার (১২) নামে এক শিশু’র মৃত্যু হয়েছে। ১৮ জুলাই শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরপাড়া গ্রামে এঘটনা ঘটে। সে ওই এলাকায় হায়দর আলীর মেয়ে। লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বিদ্যুত বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে খেলা করছিল সাদিয়া আক্তার । খেলার এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় । পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়াই ঘন্টা অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে। Related posts:বোরোর বাম্পার ফলন হয়েছে, সরকারি গুদামে চাল রাখার জায়গা নেই : খাদ্যমন্ত্রীজামালপুরে ডিএসকে’র প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিতনেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরে রেখেছে পুলিশ Post Views: ২৭৪ SHARES সারা বাংলা বিষয়: