জামালপুরে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০ জামালপুরে প্রতিনিধি ॥ দেশের বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জামালপুর প্রতিনিধি একেএম মোশাররফ হুসেনের স্মরণে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই বুধবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পল্লী কন্ঠ পত্রিকার সম্পাদক নুরুল হক জঙ্গি, বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারী। অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কাচারি শাহী জামে মসজিদের পেস ইমাম মাওলানা মাছুদ হুসাইন। শোকসভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। Related posts:জামালপুরে অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন কার্যক্রম শুরুসাংবাদিকদের সাথে শেরপুরে শিশু ফোরামের মতবিনিময় সভা১০ টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ Post Views: ৩৫৫ SHARES সারা বাংলা বিষয়: