জামালপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল ৫ টায় বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ফিতা কেটে ওই ক্লাব ভবন উদ্বোধন করেন। প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, এসিল্যাড মাহমুদা বেগমসহ সাংবাদিক, কবিসাহিত্যিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রেসক্লাব উদ্বোধনের আগে প্রেসক্লাব চত্ত্বর ও প্রেসক্লাব রোড উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদান করা হয়। Related posts:ময়মনসিংহে ফেসবুকে পোস্ট দিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যাজামালপুরে বন্যার পানিতে ডুবে আরও দুই শিশু‘র মৃত্যুচ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে শেরপুরে র্যালি ১৭ প্রকৃতিপ্রেমীকে সম্মাননা Post Views: ৩৯৫ SHARES সারা বাংলা বিষয়: