ঝিনাইগাতীতে জাল টাকাসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৪৪ হাজার ৫শত টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২৮ জুলাই মঙ্গলবার বিকেলে গৌরীপুর ইউনিয়নের দুধনই তালতলা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবু বকর ছিদ্দিকের নির্দেশে এসআই আবু সাঈদ, এএসআই আজিজুল হক, আবু বকর ছিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ সোহেল মিয়া (৩৯) নামে জাল টাকাসহ একজনকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আঐ গ্রামের জসিম উদ্দিনের পুত্র সোহেল মিয়া (৩৯) ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে এ টাকা নিয়ে আসে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে ২৯ জুলাই বুধবার দুপুরে কোর্টে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, সবগুলো নোট ৫শত টাকা মূল্য মানের। এছাড়াও সোহেলের সাথে থাকা পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন দৌড়ে পালিয়ে যায়। Related posts:শেরপুরের নকলায় স্কুলছাত্রী অপহরণ করে ধর্ষণের দায়ে যুবকের ৪৪ বছরের সশ্রম কারাদণ্ডশেরপুরে পৌঁছেছে করোনার ৩৬ হাজার ডোজ ভ্যাকসিনঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা, চেক ও সনদ বিতরণ Post Views: ৪৬২ SHARES শেরপুর বিষয়: