ঝিনাইগাতীতে পাকা সড়ক বৃষ্টির পানিতে ভেঙ্গে চলাচলের মারাত্মক দূর্ভোগ

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাড়াগাঁও বটতলা-আয়নাপুর সড়কটির ফর্সা মিয়ার বাড়ির সামনে বৃষ্টির পানিতে ভেঙ্গে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। দিন দিন সড়কটির ভাঙ্গা অংশ আরো বেড়ে যাচ্ছে। ফলে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ওই এলাকাবাসীসহ পথচারীদের মারাত্মক দূর্ভোগে পড়তে হচ্ছে। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়, এতে রাস্তাটি ভেঙ্গে যায়। এসময় সরেজমিনে গিয়ে দেখা যায় বৃষ্টির পানিতে ভেঙ্গে সড়কের ঢালাই ও বিটুমিন উঠে বড় বড় গর্ত এবং বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যে কারণে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট খাট যানবাহন যাতায়াত করতে পারছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কাড়াগাঁও বটতলা থেকে গুরুচরণ দুধনই বর্ডার সড়ক (আরএইচডি) পর্যন্ত ৫.৯ কিলোমিটার সড়ক গত ৩ বছর আগে সংস্কার করেছেন। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটি সামান্য বৃষ্টির পানিতেই খানাখন্দের সৃষ্টি হয়ে যায়। এই দূর্ভোগ থেকে বাঁচতে দ্রুত সড়কটির সংস্কার দাবী জানিয়েছে এলাকাবাসী ও পথচারীরা। ওই এলাকার সচেতন নাগরিক নাইম জাহান বলেন, বটতলা থেকে আয়নাপুর বাজার পর্যন্ত সড়কে আগে থেকেই ইট-বালু, ঢালাই ও বিটুমিন উঠে কয়েকটি স্থানে গর্ত হয়েছিল। বিষয়টি নিয়ে নাইম বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন কাজ করেনি। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই সড়কসহ এলজিইডির বিভিন্ন সড়কের নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। দ্রুত ওই সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।