দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ স্টাফ রিপোর্টার, জামালপুর ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর গ্রামের ব্রীজের দক্ষিণ পাশে থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে। ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান জানান, লোকটা বেশ কিছু দিন যাবৎ পাগল বেশে এলাকার বিভিন্ন হাট-বাজারে অবস্থান করছিলো। কিন্তু তার পরিচয় কেউ জানেন না। হঠাৎ ১৭ জুলাই শুক্রবার ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় গ্রামবাসী। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান শ্যামলী নিউজ ২৪ ডটকমকে জানান, সকালে গ্রামবাসীর দেয়া খবরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আজ দুপুরে লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। Related posts:দেওয়ানগঞ্জে ৮শ ইয়াবাসহ ১জন গ্রেফতার৮৫ বছরের বৃদ্ধের সাথে ১২ বছর শিশুর বিয়ে হাইকোর্টের তদন্তের নির্দেশবকশীগঞ্জে বিজিবির অভিযানে ৩১৯৮ পিছ ইয়াবা উদ্ধার Post Views: ৩৮১ SHARES সারা বাংলা বিষয়: