দেওয়ানগঞ্জে পাটক্ষেত থেকে লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানের চর সরকার পাড়া পাটক্ষেতে থেকে ভাসমান অবস্থায় গলিত লাশ উদ্ধার করেছে সানন্দবাড়ী পুলিশ। সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ জুলাই স্থানীয় এলাকাবাসী পাটক্ষেতে ভাসমান লাশ দেখে পুলিশে দেয়। সকাল নয়টা দিকে সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার (এসআই) গোলাম মোস্তফা, এএস আই সেলিম ফোর্স নিয়ে ঘটনার স্থলে যায়। পুলিশ জোয়ানের চর সরকার পাড়া আমির হামজার পাটক্ষেত থেকে পানির উপর ভাসমান অবস্থায় পুরুষের গলিত লাশ উদ্ধার করে। দুপরে লাশটি ময়না তদন্ত করার জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। Related posts:ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্রীবরদীর রুহুল আমিনপরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করলো বিডি ক্লিন শেরপুরনালিতাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্র অমি’র মরদেহ উদ্ধার Post Views: ২৯৭ SHARES সারা বাংলা বিষয়: