দেওয়ানগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জে মোটর চালিত ভ্যানগাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাকরিয়া নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পৌর এলাকার চুনিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাকরিয়া চুনিয়া পাড়া গ্রামের সাহিদুর রহমানের মেয়ে।
দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহেন শাহ জানান, সাহিদুরের বাড়ির সামনে ভ্যান চালক শাহজাহান তার মোটর চালিত ভ্যান গাড়ি রেখে যায়। সাহিদুরের শিশু কন্যা ভ্যানের উপর খেলার সময় চাবি ঘুরিয়ে স্টার্ট দিলে ভ্যান এগিয়ে যাওয়ার সময় ছিটকে পড়ে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে শিশু ফাকরিয়ার দাফন সম্পন্ন হয়েছে।