নকলায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ১৬ জুলাই বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। ওইসময় নকলা উপজেলা বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংসনালিতাবাড়ীতে শেষ হল দুদিনব্যাপী ‘তীর্থ উৎসব’নকলায় ভেজাল খাদ্যদ্রব্য কারখানায় র্যাবের অভিযান, ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা Post Views: ৩৬৪ SHARES শেরপুর বিষয়: