নান্দিনায় পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে সীমান্ত (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সীমান্ত জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, নিখোঁজ সীমান্তসহ দুইশিশু বাড়ীর নিকটবর্তী পুরাতন ব্রহ্মপুত্রে গোসল করতে যায়। এসময় তীব্র পানির স্রোতে সীমান্ত গভীরে তলিয়ে যায়। বেঁচে যাওয়া শিশুটি বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের এ খবর জানালে স্বজনরাসহ শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে গিয়ে ভীড় করেন। এদিকে খবর দেয়া হয় জামালপুর ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্সে। দমকল বাহিনীর কর্মীরা গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য গোলাম সোবহানি লিটন মেম্বার জানান, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার শুরু করলেও এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। Related posts:বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আত্মপরিচয় নিয়ে বাঁচার সুযোগ পেয়েছি: প্রধানমন্ত্রীঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪ময়মনসিংহে ৭০০ ছাড়াল করোনা রোগী Post Views: ৩৬৮ SHARES নারী ও শিশু বিষয়: